সিভিল সার্জনের কার্যালয় বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 2024 খ্রিঃ
সিভিল সার্জনের কার্যালয় বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 2024 খ্রিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়, বাগেরহাট কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজেকের এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত জানতে ও কিভাবে আবেদন করতে পারবেন সেটা বিস্তারিত তুলে ধরব।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য/সেবা বিভাগ, প্রশাসন-1 শাখা, বাংলাদেশ সচিবলায়, ঢাকা এর স্মারক নং 45.00.140.11.002.24-153 তারিখ 18/01/2024 খ্রিঃ মোতাবেক প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয়, বাগেরহাট ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে 2018 খ্রিঃ সনের নিয়োগ বিধির াালোকে নিম্ন বর্ণিত শূণ্য পদ সমূহে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত
সাপেক্ষে http://csbagerhat.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যাতীত কোন দরকাস্ত গ্রহণ করা হবে না।
মোট পদের সংখ্যা ঃ 181 টি
1) পদের নাম ঃ কম্পিউটার অপরেটর
পদ সংখ্যা ঃ 5 (পাঁচ) টি
2) পদের নাম ঃ পরিসংখ্যান বিদ
পদ সংখ্যা ঃ 6 (ছয়) টি
3) পদের নাম ঃ কীটতত্ত্বিয় টেকনিশিয়ান
পদ সংখ্যা ঃ 2 (দুই) টি
4) পদের নাম ঃ কোল্ড চেইন, টেকনিশিয়ান
পদ সংখ্যা ঃ 1(এক) টি
5) পদের নাম ঃ স্টোর কিপার
পদ সংখ্যা ঃ 5(পাঁচ) টি
6) পদের নাম ঃ স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা ঃ 157 (একশত সাতান্ন) টি
অনলা্নইনে আবেদন শুরু তারিখঃ 28/02/2024 খ্রিঃ সকাল 10:00 ঘটিকা
অনলাইনে আবেদন শেষ তারিখ ঃ 19/03/2024 খ্রিঃ সকাল 04:00 ঘটিকা
পরীক্ষার ফি জমাদান পদ্ধতি ঃ
যে কোন টেলিটক সিম
আবেদন ফি ঃ 223 (দুই শত তেইশ) টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুনঃ
Comments
Post a Comment