প্রধানমন্ত্রীর কার্যালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 2024 খ্রিঃ
গনপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ,
যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প বাড়ি নং-19/ডি, রোড নং-06, ধানমন্ডি, ঢাকা-1205।
“আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা,
2018 মোতাবেক প্রকল্পের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি”
যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প
এ আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 মোতাবেক সরাসরি নবল নিয়োগের জন্য
নিম্নবর্ণিত পদসমূহে সর্বসাকুল্যে বেতনে প্রকল্প চলাকালীন অস্থায়ী ভিত্তিতে নিয়োগের
উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগনের নিকট হতে নিম্নোক্ত শর্ত স্বাপেক্ষে নির্ধারিত
সময়ের মধ্যে অনলাইনে www.bepza.teletalk.com.bd ওয়েব সাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন
ব্যতিত কোন আবেদন গ্রহন করা হেবে না।
1) পদের নাম : উপসহকারী প্রকৌশলী (পুর) পদ
সংখ্যা 01টি
শিক্ষাগত যোগ্যতা : পুর কৌশলে 04 বছরের
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বেতন=24,875.00/-
2) পদের নাম :ড্রাফটসম্যান পদ সংখ্যা 01টি,
বেতন 24,875.00/-
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন আর্কিটেকচার
সহ 01 বছরের বাস্তাব অভিজ্ঞতা। বেতন=17,630.00/-
3) পদের নাম: সার্ভেয়ার, ডিপ্লোমা ইন আর্কিটেকচার
সহ 01 বছরের বাস্তব অভিজ্ঞতা, পদ সংখ্যা 01টি, বেতন=17,630.00/-
4) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের
সংখ্যা =01টি
শিক্ষাগত যোগ্যতা : এইচ এস সি পাশ এবং বাংলা
ও ইংরৈকি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি। বেতন=17,130.00
টাকা
5) পদের নাম: ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা=
01টি, শিক্ষাগত যোগ্যতা=: এস সি পাশ সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্সপ্রাপ্ত।বেতন=17,130.00/-
6) পদের নাম : পাম্প অপারেটর, পদের সংখ্যা
= 01 টি, শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি পাশ সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাই লাইস্নেসপ্রা্প্ত
এবং সংশ্লিস্ট কাজে 03 বছরের অভিজ্ঞতা,
বেতন =17,130.00/-
7) পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা
=01 টি, শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ বেতন=16,130.00/-
8) পদের নাম : অফিস সহায়ক, পদ সংখ্যা= 02টি,
শিক্ষাগত যোগ্যতা= 8ম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 01 বছরের বাস্তাব অভিজ্ঞতা বেতন=16,130.00/-
টাকা।
আবেদন
শুরু তারিখ: 04-03-2024 খ্রিঃ সকাল: 9:00 ঘটিকা।
আবেদন
মেষের তারিখ: 25-03-2024 খ্রিঃ বিকাল: 4:00 ঘটিকা।
পরীক্ষা
ফি প্রদান
1
নং ক্রমিকের জন্য ফি = 558/- টাকা
2
থেকে 6নং ক্রমিকের জন্য = 223/- টাকা
7
থেকে 8 নং ক্রমিকের জন্য =112/- টাকা।
যে
কোন প্রিপেইট মোবাইল নম্বর টেলিটক সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে
হবে।
Comments
Post a Comment